বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

রোববার (২৯ জুন) মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে জয় পেয়েছে সাবিনা খাতুনরা।

প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ম্যাচ শেষ করে ৭-০ ব্যবধানে। পুরো ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের মেয়েদের আধিপত্য।

প্রথমার্ধে গোলের বন্যা

ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। শামসুন্নাহার ডান প্রান্ত থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বাহরাইনের গোলরক্ষককে বুদ্ধিদীপ্তভাবে ফাঁকি দিয়ে লব শটে বল জালে জড়ান। এ গোলের পর বাংলাদেশ দলের ডাগআউটে উল্লাস দেখা যায়।

মাত্র পাঁচ মিনিট পরই দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। বাঁ দিক থেকে একটি লম্বা ক্রস রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন বাংলাদেশ দলের আরেক ফরোয়ার্ড, যা স্টেডিয়ামের দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে।

৩২ মিনিটে তহুরা খাতুন হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৪২ মিনিটে কর্নার থেকে গোল করেন কোহাতি কিসকু। জটলার মধ্যে নিয়ন্ত্রিত শটে বল পাঠান বাহরাইনের জালে, যা স্কোরলাইন দাঁড় করায় ৩-০।

প্রথমার্ধের ইনজুরি টাইমে রীতিমতো ঝড় তোলেন তহুরা খাতুন। মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন। ফলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও ধারাবাহিকতা

দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণভাগ সামলে খেললেও বাংলাদেশ গোলের ক্ষুধা ধরে রাখে। আরামদায়ক লিড থাকা সত্ত্বেও তারা আরও দুটি গোল করে বাহরাইনকে একপ্রকার ভেঙেই ফেলে। শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

পরবর্তী ম্যাচে নির্ধারিত হবে ভাগ্য

এ জয় দিয়ে বাংলাদেশ সি গ্রুপে দারুণভাবে এগিয়ে গেল। একই গ্রুপের স্বাগতিক মিয়ানমারও ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারিয়েছে। ফলে আগামী ২ জুলাই বাংলাদেশ বনাম মিয়ানমার ম্যাচই নির্ধারণ করবে কোন দল যাবে ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে।

মগবাজারের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *