কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ পরীক্ষায় উত্তীর্ণ ১৩০ জন কে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মোঃ সুলতান মাহমুদ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ এর ৫ম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ কালীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে একটি নিরাপদ সমাজ গঠন করাই আমাদের ব্রত হওয়া উচিত। তিনি কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গাজী রুহুল আমীন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন মির্জা, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহর উপদেষ্টা মাওলানা মোকাররম হুসাইন এবং কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরী প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১ শত ৩০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থী প্রত্যেককে ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারীকে ২ হাজার টাকার বিশেষ বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়। বক্তারা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন এবং তাদের দেশ ও ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমতলীতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসী সভা

DNA Biolab Limited এর তৃতীয় বর্ষে পদার্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *