দেশজুড়ে

জয়পুরহাট সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৪৯ জন

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৩ , ১২:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলায় আরও ৪৯ জন ভূমিহীন-গৃহহীন পরিবার উপহার পাচ্ছে ঘর।

সোমবার(২০ মার্চ) দুপরে উপজেলা পরিষদের  সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন।

তিনি আরো জানান, দুই শতক জমিতে দুকক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি করে ঘরে নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

এসব ঘরে রয়েছে আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধনের পর ঘরগুলো আনুষ্ঠানিকভাবে উপকারভোগিদের কাছে হস্তান্তর করা হবে।

জয়পুরহাট সদর উপজেলাকে (ক)শ্রেণীর  ভূমিহীন-গৃহহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। 

আরও খবর

Sponsered content