ক্যাম্পাস

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪ এর তালিকা প্রকাশ করেছে।এতে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

 

৩০ এপ্রিল (মঙ্গলবার) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪ ’ তালিকা প্রকাশিত হয়।

এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩০১-৩৫০তম পজিশনে অবস্থান করে দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত  হয়েছে।একই অবস্থানে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)   র‍্যাঙ্কিংয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে।

এশিয়ার  সেরা  ৩০০   টি   বিশ্ববিদ্যালয়ের    তালিকায় বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম আসেনি।২০২৩  সালে  এশিয়ার  সেরা  ২০০টি   বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে ১৮৬ এবং ১৯২ তম হলেও এবার বিশ্ববিদ্যালয় দুটি ৩৫১-৫০০তম পজিশনে অবস্থান করছে। এছাড়াও ৩৫১-৪০০ এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে।

টাইমস   হায়ার  এডুকেশন  ১৮টি  পারফরম্যান্স  সূচক বিবেচনায়  নিয়ে  এবারের  র‍্যাঙ্কিং  প্রস্তুত করেছে।এবার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে, যা  গতবার  ছিল  ১৫টি ।  এবছর   এশিয়ার    ১১২৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন।

আরও খবর

Sponsered content