দেশজুড়ে

সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি বন্ধ ১০ দিন

ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৩ , ৭:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ

মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম টানা ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) থেকে আগামী (২৭ এপ্রিল) বৃহস্পতিবার পর্যন্ত টানা ৯ দিন ও ২৮ এপ্রিল শুক্রবার হওয়ায় (২৯ এপ্রিল) পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থল বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে পূর্বের ন্যায় যথারীতি সমস্ত কার্যক্রম পরিচালিত হবে ।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান কর্তৃক ১৫ এপ্রিল স্বাক্ষরিত পত্রে সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে।

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content