দেশজুড়ে

বিরামপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮মে) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বেরে হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সমাবেত হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাইল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের (ভার:) অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর থানার সাব-ইন্সপেক্টর এরশাদ মিয়া প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক “জুলিও কুরি” শান্তি পদকে ভূষিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content