দেশজুড়ে

যথাযোগ্য মর্যাদায় বিরামপুরে ঈদ-উল-আযহা উদযাপিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯জুন) সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।জামাতে নামাজ পড়ান বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব আল্লামা মুফতি মোঃ আঃ হাকিম।

এসময় কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, সাধারন সম্পাদক মাহমুদুল হক মানিক, যুগ্ন-সম্পাদক আরেফুর রহমান, ঈদগাহ কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মারফিদুল হক, এনায়েত আলী, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের জামাত শেষে মুসল্লীরা পশু কোরবানি দেয়।

আরও খবর

Sponsered content