আইন-আদালত

ট্রেনে আগুনের ঘটনায় বিএনপি নেতা নবী রিমান্ডে

ডেস্ক রিপোর্ট

৬ জানুয়ারি ২০২৪ , ৬:০৩:১৪ প্রিন্ট সংস্করণ

ঢাকার গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে ৩ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

গতকাল রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর মূল পরিকল্পনা, অর্থ ও ইন্ধন দিয়েছেন নবী উল্লাহ নবী। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে চিহ্নিত করেছে। আজ আদালতকে এই কথা জানান তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই মো. আশরাফুল আলম।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য নবীর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে গতকাল দিনগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

আরও খবর

Sponsered content