ক্যাম্পাস

চবি অধিভুক্ত হলো চট্টগ্রামের পাঁচ কলেজ

ডেস্ক রিপোর্ট

৪ এপ্রিল ২০২৪ , ১২:২০:৪৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে চট্টগ্রামের পাঁচটি কলেজ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে কলেজ গুলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, অনুশাসন যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ যেমন: বিদ্যমান বিধিবিধান সংশোধন (প্রয়োজনীয় ক্ষেত্রে) অপারাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অধিভুক্ত হওয়া পাঁচ কলেজ হলো— চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ।

আরও খবর

Sponsered content