দেশজুড়ে

বিরামপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২৪ , ৫:১৮:৫৭ প্রিন্ট সংস্করণ

যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের বিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কনফারেন্স সভাকক্ষে আলোচনা সভায় সমাবেত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অদ্বৈত্য কুমার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত জাহিদুল ইসলাম ইলিয়াস, বিরামপুর প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক হাফিজ উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু প্রমুখ।

আলোচনায় সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।

এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কু্ল-কলেজের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content