দেশজুড়ে

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ইউসুফ আলী

ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৪ , ১২:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন।

মাধ্যমিক পর্যায়ে (দ্বিতীয় বার) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন, পাউশগাড়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো.ইউসুফ আলী।

গতকাল সোমবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎযাপন কমিটির বিচারকমন্ডলী উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব।

তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উৎযাপন কমিটির বিচারকমণ্ডলীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু প্রমুখ। বিচারকমণ্ডলী শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল থেকে ইউসুফ আলীকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন।

আরও খবর

Sponsered content