দেশজুড়ে

আটোয়ারীতে অবৈধভাবে মাটি খনন করে বিক্রি করায় দুই এক্সকাভেটর মালিককে জরিমানা

ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২৩ , ২:১৩:৫৫ প্রিন্ট সংস্করণ

আবু তৌহিদ,আটোয়ারী, পঞ্চগড়:

পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলা বলরামপুর ইউনিয়নে দুই এক্সকাভেটর মালিক কে জরিমানা করেন,আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম।

বলরামপুর ইউনিয়নে চামেশ্বরী কইমারী এলাকায় ২৮শে মার্চ (মঙ্গলবার) মাটি খনন করে বিক্রি করার অপরাধে এক এক্সকাভেটরের মালিক কে ৫০০০টাকা জরিমানা করেন।

চামেশ্বরী এলাকায় আরো একজনের একই অপরাধের কারনে এক্সকাভেটর রেখে এক্সকাভেটর পালিয়ে যাওয়ার কারনে সেই ইউনিয়ন পরিষদে জব্দ করে ২৯ শে মার্চ (বুধবার) বিকেলে ইউনিয়ন পরিষদে মোবাইল কোর্টের মাধ্যমে দশ হাজার(১০০০০)জরিমানা করেন।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মুসফিকুল আলম হালিম বলেন, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারায় অপরাধ এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ এক্সকাভেটর দিয়ে কৃষি জমির মাটি কর্তন করে ইট ভাটায় বিক্রি ও ৯ ফিটের গভীর করে পুকুর খনন করা দন্ডনীয় অপরাধ। অপরাধীরা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাস্তি প্রদান করা হয়েছে।

আরও খবর

Sponsered content