খেলাধুলা

তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক হয়ে ফিরলেন নাজমুল

ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৩৯:৩৮ প্রিন্ট সংস্করণ

প্রথমে জানা গিয়েছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অধিনায়ক হচ্ছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু না নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হেসেন শান্ত। রোববার রাতে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।

আগে যেমনটা শোনা গেছে সেটাই ঠিক। শেষ ম্যাচে অধিনায়ক লিটন দাস আর তামিম ইকবাল দুজনের কেউই নেই। মঙ্গলবারের ম্যাচে অধিনাযকত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে ফিরে আসতে হয়েছিলো শান্তকে। বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। অবশেষে শান্তর দলে ফেরাতে স্বস্তির সুবাতাস বইলো বাংলাদেশে ক্রিকেটে।

নাজমুল হোসেন শান্তর সাথে প্রথম ২ ম্যাচে দলে না থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামও তৃতীয় ম্যাচের দলে যুক্ত হয়েছেন।

তামিম ও লিটনের সাথে শেষ ম্যাচে নেই পেসার মোস্তাফিজ, খালেদ আহমেদ এবং তানজিম সাকিব।

শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

আরও খবর

Sponsered content