আইন-আদালত

গাইবান্ধায় অপহরণের ৩৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ডেস্ক রিপোর্ট

৬ নভেম্বর ২০২৩ , ৪:৩২:১৬ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ৩৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) রাতে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া স্কুলছাত্রী উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লায়নের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, চলতি বছরের ২ অক্টোবর বিকেলে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কচুয়া মধ্যপাড়া গ্রামের রাস্তার পাশে চিফস কিনতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় খামার ধনারুহা গ্রামের নাহিদ হাসান লিমন, সোহাগ মিয়া ও বিপ্লব মিয়া ওই স্কুল ছাত্রীর পথরোধ করেন। তারপর মুখে কাপড় গুজে দিয়ে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিন যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন স্কুলছাত্রীর বাবা আহসান হাবীব লায়ন।

অপহরণের ৩৭ দিন পর অপহরণকারীরা মেয়েটিকে একটি বাড়িতে আটকে রেখে পালিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে ওই বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করেন।

ওসি রাকিব হোসেন বলেন, অপহরণের ৩৭ দিন স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।