দেশজুড়ে

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

ডেস্ক রিপোর্ট

৪ নভেম্বর ২০২৩ , ৮:২৫:৫৪ প্রিন্ট সংস্করণ

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

পরে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায়
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জয়পুরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বাবু নন্দলাল পার্শীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জজ কোর্টের জিপি এ্যাড. মোমেন আহম্মেদ চৌধুরী, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ গোলাম হাক্কানী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে সম্মাননা স্বারক ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content