বাংলাদেশ

আবারও দাম কমলো ডিজেল-কেরোসিনের

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ ২০২৪ , ১২:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

আবারও জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে এই দর কার্যকর হবে।

তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি লিটার অকটেন ১২৬ এবং পেট্রোল ১২২ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রবিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এ দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করা হয়। এতে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা এবং অকটেন ১২৬ ও পেট্রোল ১২২ টাকা দরে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছিল।

এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের। এতে প্রতি লিটার ডিজেল-কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত।