খেলাধুলা

সর্বোচ্চ আয়ের খেলোয়াড়দের তালিকা প্রকাশ

গত জানুয়ারিতে আকাশ ছোঁয়া দাম দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে নেয় সৌদি আরবের ক্লাব আল নাসের। তাতেই আয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে এসেও আয়ের দিক দিয়ে সবার ওপরে তিনি। সৌদি আরবে যাওয়ার পর কিলিয়ান এমবাপ্পে-লিওনেল মেসিদের ছাড়িয়ে আয়ের দিক দিয়ে ইতিহাস গড়লেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস। সেখানে স্থান পেয়েছে ১০জন খেলোয়াড়ের নাম। তবে ১০ জনের সংক্ষিপ্ত তালিকার সবচেয়ে ওপরের নামটি রোনালদোর। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ এখন সিআরসেভেন।

সাময়িকীটির মতে, মোট ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেছেন রোনালদো। যা ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড। তাঁর বছরে আয় পড়ছে আনুমানিক ৭ কোটি ৫০ লাখ।

রোনালদোর আয়ের উৎস হিসেবে ম্যাচ ফি, ক্লাব বেতন, স্পন্সর ও বিভিন্ন প্রচারণাকে দেখিয়েছে ফোর্বস। সাময়িকীটি অনুযায়ী, নিজের আয়ে মাঠ থেকে ৪ কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন রোনালদো। এ ছাড়া মাঠের বাইরে থেকে বিভিন্ন মাধ্যমে আয় করেছেন ৯ কোটি ডলার।

রোনালদোর পর তালিকার পরের দুটি নামও ফুটবলারদের। একজন হলেন লিওনলেন মেসি, আরেকজন কিলিয়ান এমবাপ্পে। ১৩ কোটি আয় নিয়ে ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন তারকা মেসি। এরপরেই ১২ কোটি ডলার নিয়ে তিনে আছেন ফরাসি তারকা এমবাপ্পে।

এরপর চারে আছেন বাস্কেটবল তারকা ও এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস। তাঁর আয় ১১ কোটি ৯৫ লাখ ডলার। পাঁচে আছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। তাঁর আয় ১১ কোটি ডলার।

১০ কোটি ৭০ লাখ নিয়ে ছয়ে আছেন যুক্তরাষ্ট্রের গলফ তারকা ডাস্টিন জনসন। সাত নম্বরেও আছেন গলফার। তিনিও যুক্তরাষ্ট্রের। ১০ কোটি ৬০ আয় যুক্তরাষ্ট্রের ফিল মিকেলসনের। ১০ কোটি ৪ লাখ ডলার নিয়ে আটে আছেন বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি।

টেনিস থেকে অবসরে গিয়েও এই তালিকায় আছেন রজার ফেদেরার। তাঁর আয় ৯ কোটি ৫১ লাখ ডলার। ১০ জনের তালিকায় শেষ নামটি হলো বাস্কেটবল তারকা কেবিন ডুরান্ট। তাঁর আয় ৮ কোটি ৯১ লাখ ডলার।