স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১১ প্রাণহানি

ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর ২০২৩ , ৪:৪৭:৫৪ প্রিন্ট সংস্করণ

সারাদেশে নতুন করে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এসময় আরও ১ হাজার ৩৩৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৩৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে ২৯৮ এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩৫ জন।

নতুন ২৪ ঘণ্টায় দেশে মোট ১ হাজার ৪৭৪ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৩৫৫ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১১৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন ঢাকাতে এবং আটজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।

আরও খবর

Sponsered content