আলোচিত

দীর্ঘদিন কবিরাজের চিকিৎসা; অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট

৪ এপ্রিল ২০২৪ , ৩:৩৯:১০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে গলায় ফাঁস দিয়ে হয়রত আলী মিঠু (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হয়রত আলী মিঠু ওই এলাকার মামুনুর রশিদের ছেলে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা মামুনুর রশিদ জানান, ‘দীর্ঘদিন ধরে মিঠু মানসিক ভারসাম্যহীন ছিল। সে পড়াশুনা করতো না। এলাকার কবিরাজের চিকিৎসা করা হচ্ছিল।’

‘প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় মিঠু। ভোরে সেহরি খেতে মা ডাকে। বার বার ডাকাডাকি করলে কোন সাড়া না পেলে জানালা দিয়ে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো ঝুলছে মিঠুর মরদেহ।’

বিরামপুর থানা পুলিশের উপ পরিদর্শক নেহার রঞ্জন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি সহ লাশ উদ্ধার করে।’

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মিঠুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও খবর

Sponsered content