দেশজুড়ে

ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে ঢাকায় মতবিনিময় সভা

আজিজুল হক নাজমুল, স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ঐতিহ‍্যবাহী বিদ‍্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছরপূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে ২ মার্চ বৃহঃবার সন্ধ্যা ৭ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণজয়ন্তীর সার্বিক কার্মক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ‍্যে ঢাকাস্থ ফু্লবাড়ী বাসীর সাথে মতবিনিময় সভা বাংলাদেশ পর্যটন করপোরেশন, পর্যটন ভবন আগারগাঁও এ অনুষ্ঠিত হয়।

কলেজ গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার এ সভায় সভাপতিত্ব করেন। উদযাপন কমটির যুগ্মসচিব ফুলবাড়ী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দীক মিলনের পরিচালনায় স্বাগত বক্তব‍্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু। আরও বক্তব‍্য রাখেন ফু্লবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশা, জাসদ নেতা ইঞ্জিঃ সলিমুল্লাহ (DESCO.অবঃ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর অধ্যাপক ডাঃ মোঃ আইনুল ইসলাম, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম‍্যান হারুন অর রশিদ, সাইফুর রহমান সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ সাইফুর রহমান, ফুলকুড়ি ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা কে.এম নাঈম, ফুরজান ফাউন্ডেশন এর পরিচালক ইঞ্জিঃ কামরুজ্জামান মুরাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও তালাশ এর উপস্থাপক আব্দুল্লাহ আল রাফি, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমিরানী সবুজ প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী, সূধিজন, শিক্ষক ও সাংবাদিকগণ। শিক্ষার্থী ও অতিথি নিবন্ধন কার্যক্রম ২৫ মার্চ পর্যন্ত চলবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি আয়োজন করা হবে বলে জানান উদযাপন কমিটির আহ্বায়ক। কলেজটির প্রাক্তন ৫০ হাজারের অধিক শিক্ষার্থীসহ বর্তমান শিক্ষার্থী ও অতিথি সুধীগণকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান করে উদযাপন কমিটি।

আরও খবর

Sponsered content