দেশজুড়ে

নাগেশ্বরীতে দায়সারা ভাবে প্রাণীসম্পদের প্রর্দর্শনী মেলা

ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২৪ , ৫:১২:২৫ প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী প্রাণী সম্পদ দপ্তর আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অথচ জানেনা অধিকাংশ খামারীরা। উপজেলার সবচেয়ে বড় দুগ্ধ খামারী নাখারগঞ্জের মোস্তাফিজুর রহমান অভিযোগ করে জানায়, নাগেশ্বরীতে বড় দুগ্ধ খামারটি তার অথচ, আমাকে মেলা সংক্রান্ত কোন তথ্যই দেয়া হয় নি। এমনকি আমি নাগেশ্বরী প্রাণী সম্পদ অফিসের কোন পরামর্শ ও সহযোগিতা পাইনি আজ অবধি।

নাগেশ্বরী সদরের খামারী হারিসুল বারি রনি অভিযোগ করে বলেন, আমি একজন আদর্শ খামারী হওয়া সত্বেও আমি মেলা সম্পর্কে আমি কিছুই জানিনা। এছাড়াও নাখারগঞ্জের রাশিদুল ইসলাম সহ অনেক খামরী অভিযোগ করে বলেন, অফিসের ইচ্ছা মত তাদের পকেটের কিছুর খামরীদের দাওয়াদ দিয়ে এনে নাম মাত্র মেলা করে থাকেন। সরেজমিনে গিয়ে দেখার যায় স্টলে উন্নত জাতের প্রাণী ও মান সম্মত কোন প্রদর্শনী নাই।

এছাড়াও ব্যানার বা নাম ছাড়াই স্টলগুলোর দেয়া হয়েছে। শুধু তাই নয় স্টলের কি জাতের প্রাণী বা প্রদর্শনী তা বোঝার কোন সুযোগ নেই। ঘটনার বিষয়ে সঠিক তদন্ত দাবি করেন প্রদর্শনীতে অংশগ্রহণ থেকে বাদ পড়া খামারীরা।

আরও খবর

Sponsered content