দেশজুড়ে

বিরামপুরে মরহুম আফতাব উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২৪ , ৫:০৮:৫৫ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে মরহুম আফতাব উদ্দিন (বিকম স্যার) স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সাহেবপাড়া যুব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটনের আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সাহেবপাড়া যুব স্পোর্টিং ক্লাব বনাম হিরোস অব এইচএসকের মধ্যেকার ফাইলান খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে হিরোস অব এইচএসকে টচে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান করেন। পরবর্তীতে সাহেবপাড়া যুব স্পোর্টিং ক্লাব রান সংগ্রহ করতে নেমে ১৯ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৮০ সংগ্রহ করে ১ উইকেটে সাহেবপাড়া যুব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়

বিরামপুর সরকারি কলেজের প্রভাষক আনিছুর রহমান ডলারের সভাপতিত্বে খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপাপ্ত অদ্বৈত্য কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরাম (দিদউফ) সাধারণ সম্পাদক লায়ন মো: মোজাম্মেল হক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের টিম মালিক, টিম ক্যাপ্টেন ও খেলোয়াড়বৃন্দ, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, ক্রিড়াপ্রেমী মোস্তাফিজুর রহমান মাসুম, ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ ও সামসুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content